ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাদি ‘কল’ দিতে বলায় পরীমনি বললেন ‘ফোনে টাকা নেই’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৪৪, ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি ও গায়ক শেখ সাদীর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের প্রেমের গুঞ্জন নিয়ে একাধিকবার শিরোনামে এসেছেন তারা। যদিও দুজনই বরাবর এই গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের সম্পর্ককে শুধুই বন্ধুত্বপূর্ণ বলে দাবি করেছেন। সম্প্রতি পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন। সেই পোস্টে শেখ সাদী মন্তব্য করেন, তার খেতে কষ্ট হলে পরীমনি যেন তাকে কল করেন। উত্তরে পরীমনি বলেন, তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই।

পরীর সেই পোস্টে সাদী মন্তব্য করেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহ তায়ালার অনেক প্রিয়। আমার কেনো যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন।

নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে নাকি। আপনার হাসি ধরে রাখার জন্যে আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়ম কে তো দিয়েই দিছে। আপনাকে এতো সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না । হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন । এরপরেও খেতে কষ্ট হলে feel free to call me।’

সাদীর সেই মন্তব্যের জবাবে পরীমনি লিখেন, ‘শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে সোনা।’

তাদের এই খুনসুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা আবারও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা শুরু করেছেন। কেউ কেউ বলছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। আবার কেউ কেউ বলছেন, তারা শুধুই ভালো বন্ধু।তবে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্ব, এমনটাই দাবি করছেন দুই তারকা।

এর আগে, এক ব্যক্তির বাহুডোরে মাথা রাখা একটি ছবি পোস্ট করেছিলেন পরীমনি। যদিও সেই ব্যক্তির চেহারা প্রকাশ করা হয়নি, তবে নেটিজেনরা ধারণা করছেন, তিনি শেখ সাদী। এ নিয়েও বেশ আলোচনা হয়।

প্রসঙ্গত, আদালত চত্বরে একসঙ্গে দেখা গেছে পরীমনি ও শেখ সাদীকে। পরীমনির এক মামলায় জামিনদার হিসেবে দাঁড়ান শেখ সাদী। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়ে। তবে এ বিষয়ে পরীমনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কেবল ভালো বন্ধু এবং এর বাইরে কোনো সম্পর্ক নেই।

নেটিজেনরা যদিও নানা হিসেব-নিকেশ কষছেন, তবে দুই তারকা নিজেদের জগতে বন্ধুত্ব বজায় রেখেই এগিয়ে চলেছেন।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি